ঢাকার ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় উত্তেজনা চরমে উঠেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দুপুরে ২টি এক্সকাভেটর নিয়ে ভাঙচুরের উদ্দেশ্যে অগ্রসর হলে তাদের বাধা দেয় সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিলসহকারে বিক্ষোভকারীরা ধানমন্ডি-৩২ এ পৌঁছায়। এ সময় ‘লীগ ধর জেলে ভর’, ‘বাংলা ছাড়’, ‘৩২-এর আস্তানা এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা ৩২ নম্বর সড়কে প্রবেশের চেষ্টা চালায়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে রায় আজ দুপুরে ঘোষণা হওয়ার কথা। সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি ঘিরে উত্তেজনা আরও বাড়তে থাকায় রাজধানীজুড়ে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।
মাঠ পর্যায়ে উপস্থিত সূত্রে জানা যায়, ৩২ নম্বর এলাকায় এক্সকাভেটর ঢোকার সময় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এখন পর্যন্ত ৩২ নম্বরের প্রবেশ পথে এক্সকাভেটর অবস্থান করছে, আর পুরো এলাকা ঘিরে রয়েছে নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থান।
এলকাটিতে সাউন্ড গ্রেনেড ও ইটপাটকেল নিক্ষেপ করা লক্ষ্য করা গেছে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল অবস্থান করছে।
কেকে/বি