মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি, পুলিশ, র্যাব ও সেনাবাহীনীর তৎপরতা, বিএনপি নেতাকর্মীদের মহাসড়কে অবস্থান, যানবাহন চলাচল স্বাভাবিক।
সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালতে মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মাদারীপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা বাহিনী, পুলিশ ও র্যাবসহ ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাত থেকেই মাদারীপুর শহর, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং ঢাকা-বরিশাল মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী টহল দিচ্ছে। এক্সপ্রেসওয়েতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে নাশকতা প্রতিরোধে। এদিকে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম দেখা গেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কেকে/বি