পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার প্রশাসনিক ভবনের সামনে পবিপ্রবির বিভিন্ন শাখার কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নে বিলম্ব ও বৈষম্যের প্রতিবাদ জানিয়ে ১৫ ডিসেম্বরের মধ্যে বৈষম্য নিরসন করে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি তোলেন।
পবিপ্রবির কর্মচারী মো. আবু মুসা বলেন, “বাজারে সকল পণ্যের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, সে হারে আমাদের বেতন–ভাতা বৃদ্ধি পায়নি। ফলে দিন দিন আমাদের অবস্থা আরও মানবেতর হয়ে যাচ্ছে।”
কর্মচারী ফেডারেশনের সদস্য মো. আলমগীর হোসেন আলম বলেন, “১০ম গ্রেড থেকে ১ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের বেতন–ভাতা যেভাবে বৃদ্ধি করা হয়েছে, তার তুলনায় আমাদের বেতন বৃদ্ধির হার খুবই সামান্য। পরিবারের ভরণ–পোষণ নিয়েই আমাদের উদ্বিগ্ন থাকতে হয়।”
অফিস সহায়ক মোশাররফ হোসেন বলেন, “যেই বাজার থেকে ১ম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তারা বাজার করেন, সেই একই বাজার থেকে আমাদেরও বাজার করতে হয়। তাহলে আমাদের বেতনে এত বৈষম্য কেন? আমরা চাই এই সরকারের আমলেই বেতনবৈষম্য দূর করা হোক।”
মানববন্ধনে বক্তারা, দ্রুত সময়ের মধ্যে—বিশেষ করে বিজয় দিবসের আগেই বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে সরকারের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন।
কেকে/ আরআই