মাদারীপুরে বিক্ষোভ ও ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এই বিক্ষোভ ও ঝটিকা মশাল মিছিল করেন তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করে। এ সময় তারা ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকা থেকে একটি ব্যানার হাতে নিয়ে মিছিল বের করে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে মস্তফাপুর বাসস্ট্যান্ডের দিকে এগোতে থাকে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ২০ থেকে ২২টি মশাল ছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। মশাল মিছিলে অংশ নেওয়া সবাই মুখে মাস্ক পরে ছিলেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন অংশে পুলিশ টহল দিচ্ছে। কেউ যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য পুলিশ সার্বক্ষণিক নজরদারি জারি রেখেছে। এর মাঝে মহাসড়কে সন্ত্রাসী একটি গোষ্ঠী মশাল মিছিল বের করেছে বলে শুনেছি। মিছিল বের করার কয়েক মিনিটের মধ্যে পুলিশ চলে আসায় তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।”
কেকে/ আরআই