দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদাকাত আলি খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি মো. ফারুক হোসেন, সহসাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালামসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সদস্যদের কল্যাণ, পেশাগত নিরাপত্তা ও সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি সামনের কর্মসূচি এবং সাংগঠনিক শক্তিশালীকরণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কেকে/ আরআই