ব্রাহ্মণবাড়িয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যে নেতিবাচক ধারণা তৈরি করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে মিল নেই বলে মন্তব্য করেছেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে ভয়াবহ ঘটনা অন্য অনেক জেলাতেই ঘটে। বিশ জেলায় কাজ করেছি সেখানে দেখেছি। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নামেই বেশি হাস্যরস তৈরি করা হয়, যা অনুচিত।”
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিসি আরও বলেন, “অনেকে বলেছিল ব্রাহ্মণবাড়িয়ায় নাকি কাজ করা কঠিন হবে। কিন্তু এখানে এসে দেখলাম সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। এখানকার কর্মকর্তারা একবার চলে গেলে আবার ফেরার ইচ্ছা প্রকাশ করেন।”
তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি সবসময় বলেছি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে যদি কেউ সংসার করে টিকে থাকতে না পারে, তাহলে বাংলাদেশের কোথাও সংসার করতে পারবে না।”
যোগাযোগ ব্যবস্থার দুরবস্থাকে জেলার সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, “যোগদানের পর অগ্রাধিকার ভিত্তিতে সড়ক অবকাঠামো উন্নয়ন এবং একাধিক আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করেছি।”
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া এবং এনডিসি শাহরিয়ার হাসান খান।
কেকে/ আরআই