পতিত স্বৈরাচারের কোন কর্মসূচিই সফল হবেনা বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেন, “মানুষ ১৭ বছর ধরে ভোট দিতে পারে না, তাই সকল ষড়যন্ত্র ভেদ করে সাধারণ মানুষ এবার ভোট দিবে। তাদের জ্বালাও পোড়াও বিএনপি সাধারণ মানুষকে নিয়ে প্রতিহত করবে।”
রোববার (১৬ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
আমান বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে ভোট এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। কেউ বিভ্রান্ত হবেন না।”
কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিব হিসামের সভাপতিত্বে এবং সদস্য সচিব নোমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমি।
আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহিউদ্দিন মাহি, কলেজের সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিম, মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, সহসভাপতি হাজী রুহুল আমিনসহ অনেকে।
এর আগে তিনি জাতীয় পতাকা উত্তলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
কেকে/ আরআই