কুমিল্লায় নাশকতা ও সহিংসতার প্রস্তুতিকালে ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।
রোববার (১৬ নভেম্বর) ভোরে নগরীর টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ব্যানার, লাঠি ও লাইটারসহ ২৯ জনকে আটক করা হয়। একইসময় জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ১৫ জনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, কুমিল্লায় অরাজকতা, আইন শৃংঙ্খলা বিঘ্নের উদ্দশ্যে সাবেক এমপি বাহারের মেয়ে সূচনার টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুত হয়। ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ টমছমব্রীজ এলাকা ও বাদুরতলা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে ২৯ জনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এছাড়াও কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় থেকে আরো ১৫ জনকে আটক করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম দুপুরে বলেন, ‘আমরা তাদের আটক করে থানায় নিয়ে এসেছি। সবাইকে মিছিল ও মিছিলের প্রস্তুতির সময় আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ব্যানার লাঠ ও লাইটার পাওয়া গেছে। আইনি ব্যবস্থা শেষে তাদের কারাগারে পাঠানো হবে।’
কেকে/এমএ