যশোরের ঝিকরগাছা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রনী খাতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (৯ নভেম্বর) তিনি ঝিকরগাছা উপজেলায় নতুন দায়িত্ব গ্রহণ করেন।
নতুন কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় রনী খাতুন বলেন, “আমার উপর অর্পিত দায়িত্ব সকলের আন্তরিক সহযোগিতায় পালন করতে চাই। আমাদের কার্যক্রমে বসে থাকার কোন সুযোগ নেই। আপনারা আমাকে বসিয়ে রাখলে, আমি বসে থাকবো; সহযোগিতা করলে আপনাদের সঙ্গে নিয়ে দুর্বার গতিতে উন্নয়নের ধারাকে আরও বেগবান করবো। সিদ্ধান্ত এখন আপনারা—আপনারা আমাকে কিভাবে চালাবেন, তা সমাজের দর্পন।”
“আপনারা সমাজের ত্রুটি ও বিচ্যুতি তুলে ধরলে আমার কাজের ধারাবাহিকতা প্রসারিত হবে। আশা করি, উপজেলাবাসী সব ভেদাভেদ ভুলে নাগরিকের সুবিধা-অসুবিধা আমাকে জানাবেন। মিথ্যা প্রচারের মাধ্যমে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করবেন না। আমরা মিলেই ঝিকরগাছাকে একটি মডেল উপজেলা রূপে রূপান্তরিত করতে সক্ষম হবো, ইনশাল্লাহ।”
উল্লেখ্য, রনী খাতুন ঝিনাদাহ জেলার মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। স্বামী সাতক্ষীরার উপ-পরিচালক (পাসপোর্ট) মো. আজমল কবির। তাদের দুই পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে। তার চাকরী জীবনে তিনি রাজশাহী কালেক্টরেটে কমিশনার, নাটোর সদরে সহকারী কমিশনার (ভূমি), মেহেরপুর ডিসি অফিসে সিনিয়র সহকারী কমিশনার, মেহেরপুরের গাংনী ও মুজিবনগরে অতিরিক্ত দায়িত্বে, শ্যামনগর উপজেলায় দায়িত্ব পালন করেছেন।
ঝিকরগাছাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন যে, বিচক্ষণতা, নৈতিকতা ও জনসেবার মান বজায় রেখে তিনি উপজেলাকে একটি উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
কেকে/এমএ