সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কাছাকাছি সময়ে নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত তিনটার পর এই দুটি ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে- দুটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়।’
সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া বলেন, ‘শামসুদ্দিন হাসপাতালের অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে। তবে, কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল। আমরা বাসের গেইটের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শুনেচি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
কেকে/ এমএ