বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে চার মাসের অন্তঃসত্তা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম ইভা বেগম (২১)। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পুলিশ বলছে, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইভা মুলাদীর কাচির চর এলাকার আনোয়ার আকনের মেয়ে। পাঁচ মাস আগে তার বিয়ে হয় নলচিড়া বাজারের মুদি ব্যবসায়ী আক্কাস হাওলাদারের সঙ্গে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরেন ইভা।
রাত সাড়ে সাতটার দিকে আক্কাস হাওলাদার বাজার থেকে খাবার নিয়ে বাড়ি ফিরে ঘরের ভেতরে ইভাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গৌরনদী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্বামী আক্কাস হাওলাদার দাবি করেন, ইভার সম্পর্কে পরিবারগতভাবে কিছু অস্বস্তিকর তথ্য জানার পরে মানসিক চাপ থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
তবে, বিষয়টি অপ্রমাণিত হওয়ায় পুলিশ সেই দাবি নিয়ে সতর্কভাবে তদন্ত করছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনার সবদিক গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে।’
কেকে/এমএ