বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      
দেশজুড়ে
সুন্দরবনে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:১৭ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বিষ দিয়ে সুন্দরবনে মাছ শিকার নিয়ে বিরোধের জেরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ১৩জন আহত হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) বিকালে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকায় ঘটনাটি ঘটে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মোড়ল ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহআলম গ্রুপের মধ্যে উক্ত সংঘর্ষ হয়। 

এ সময় দু’পক্ষই ধারালো দেশীয় অস্ত্র লোহার রড ও লাঠি ব্যবহার করে।

আহতদের মধ্যে মিজানুর রহমান (৫৫), মোকাররম হোসেন (৩৫), মোশারফ হোসেন (৬০), মনিরুল ইসলাম (২৬), মফিজুল (৪০), ইউসুফ (২৬), রবিউল (৩৪) ও মহিনুরকে (৪০) উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিজানুর রহমানের ছেলে জামাল ফারুক জানান, তাদের এলাকার আরমান গাজীর ছেলে ইউনুস আলী, নেছার গাজীর ছেলে অহিদুল, হযরত তরফদারের ছেলে আজিজুর ও উজ্জল, আকিমদ্দী গাইনের ছেলে শাহাজান, আইজদ্দীন তরফদারের মইনুর এবং নেছার গাজীর ছেলে মফিজুল সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সাথে জড়িত। দুই মাস আগে বিষ দিয়ে মাছ শিকারের সময় হাতেনাতে বনবিভাগের হাতে তাদের দুই সদস্য আটক হয়। 

সম্প্রতি জামিন নিয়ে বাড়িতে ফিরে এসে মফিজুর ও তার সঙ্গীরা আবারো বিষ প্রয়োগে সুন্দরবনের মাছ শকার শুরু করেছে। বিষয়টি জানতে পেরে তার পিতা শুক্রবার রাতে মইনুর ও মফিজুলকে ডেকে নিয়ে মাছ শিকারে বিষ ব্যবহার করতে নিষেধ করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মফিজুর ও মইনুর বিষয়টি স্থানীয় যুবদল নেতা শাহআলমের কাছে নালিশ দেয়। একপর্যায়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে মইনুরের বাড়ির সামনের রাস্তায় পেয়ে তার মিজানুরকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে পিতাকে উদ্ধারে ঘটনাস্থলে পৌছালে তাদের উপর হামলা হয়। এঘটনায় তিনি নিজেসহ সাত জন আহত হলেও পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

যুবদল সাধারণ সম্পাদক শাহআলম বলেন, সুন্দরবনে মাছ ধরাকে কেন্দ্র করে মিজানুর ও তার লোজনের মধ্যে দ্বন্দ্ব চলছে। মিজানুরের লোকজনের উপর মফিজুর ও মইনুর হামলার তিনি দু’পক্ষকে নিবৃত্ত করতে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তার উপর হামলার চেষ্টা হলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। এসময় তার লোকজনের বাড়িঘর ভাঙচুর হয়েছে-দাবি করে তিনি বলেন, আমার চারজন লোক আহত হওয়ায় তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. শাকির হোসেন জানান উভয় পক্ষের নয়জন ভর্তি হয়েছে। তবে মিজানুর ও মফিজুলের অবস্থা আশংকাজনক। ধারালো অস্ত্রের আঘাতে তৈরি ক্ষত থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওসি মো. হুমায়ুন কবির জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসা নেওয়ার পর আহতদের স্বজনকে অভিযোগ দিতে বলা হয়েছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় ঝালকাঠির নতুন জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান
ফরিদপুরে পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তিন ভাইয়ের মিশ্র বাগা‌নে কমলার বাম্পার ফলন

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close