রাজশাহীতে বেপরোয়া গতির ট্রাকের চাপায় নাইম ইসলামনামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু রোহান ইসলাম গুরুতর আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মহানগরীর চৌদ্দপাই বিহাস মোড়ে রাজশাহী-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে বাড়ি থেকে একটি আইটি সেন্টারে যাওয়ার পথে চৌদ্দপাই বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে দু’জন ছিটকে পড়েন। নাইম ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, “দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আমরা ট্রাকটি হেফাজতে নিয়েছি। আইনিপ্রক্রিয়া শেষে নাইমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেইসাথে ঘাতক ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
কেকে/ আরআই