নীলফামারীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নীলফামারী সরকারি কলেজের পুকুরে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু সাফরিন জান্নাত ও তানহা আক্তার।
নিহত সাফরিন জান্নাত নীলফামারী সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. মতিউর রহমানের মেয়ে। তার বাড়ি জেলা সদরের চাপড়াসরমজামি ইউনিয়নের বাবড়িঝাড় গ্রামে। তানহা আক্তার কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুরী গ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলামের মেয়ে। তারা জেলা শহরের কলেজ স্টেশন সড়কের একই বাসায় ভাড়ায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোসল করতে নেমে দুই শিশু পানিতে তলিয়ে গেলে তাদের সঙ্গে থাকা সাফরিনের ছোট ভাই আলফি চিৎকার করে। তার চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী শিরিন আক্তার বলেন, “শিশু দু’টি সাফরিন জান্নাতের ছোট ভাই আলফি রহমানসহ পরিবারের অজান্তে দুপুরে বাড়ির অদূরে নীলফামারী সরকারি কলেজের পুকুরে যায়। পরে আলফি বাড়িতে এসে ঘটনা জানালে পরিবারের লোকজন ছুটে যায়। তারা দুইজনে নার্সারী শ্রেণিতে পড়ে।”
তিনি আরও বলেন, “ঘটনার পর পরিবারের লোকজন মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামে চলে গেছেন।”
নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক নিহার রঞ্জন বলেন, “ওই দুই শিশুকে শনিবার বেলা পৌনে তিনটার দিকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি এম আর সাঈদ বলেন, “শিশু দু’টির পরিবার দাফনের জন্য মরদেহ নিয়ে তাদের নিজ নিজ গ্রামে চলে গেছেন।”
কেকে/ আরআই