গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বকুল মিয়া নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন।
শনিবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বকুল মিয়া নীলফামারী জেলার তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে। এদিকে আহতরা হলেন— হাবিবা বেগম, সোনালী বেগম ও হাবিব। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী বকুল মিয়া মারা যান এবং একই পরিবারের তিনজন গুরুতর আহত হন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) পাপন হোসেন খোলা কাগজকে জানান, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরও তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”
কেকে/ আরআই