কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সমরূপ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে খাদিমপুর গার্লস হাই স্কুলে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সমরূপ ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়ক ও কমিটির সভাপতি কিরণ আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদিমপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও দৈনিক খোলা কাগজের ভেড়ামারা প্রতিনিধি এসএম আবু ওবাইদা-আল-মাহাদী, ভেড়ামারা সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো. সানোয়ার হোসেন ও সাংবাদিক সৌরভ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সমরূপ ফাউন্ডেশনের সদস্য হাসিবুল, পিয়াস, তৌহিদ, নুর মোহাম্মদ প্রমুখ।
শীতবস্ত্র শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ রবিন হুসাইন।
কেকে/এমএ