ময়মনসিংহ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, ‘ভালুকার মানুষ কোনো চাঁদাবাজি পছন্দ করে না। তাই এই এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ কিংবা দখলবাজদের কোনো স্থান হবে না।’
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে শক্তিশালী করুন। ভোটকেন্দ্রে যাবেন, নিজের ভোট নিজে দেবেন। কেউ ভয় দেখাতে পারবে না। অতীতে জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, নিজের কাজ নিজে করতে পারেনি। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আমরা সেই স্বাধীনতা ফিরিয়েছি।’
মুরশেদ আলম আরও বলেন, ‘যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, চাঁদাবাজি করবে, দখলবাজি করবে কিংবা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করবে, তাদের স্থান ভালুকায় হবে না। গত ১৭ বছর ধরেই আন্দোলন-সংগ্রামে আমি নেতাকর্মীদের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো।’
এ সময় উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহাম্মেদ, মুজিবুর রহমান মজু, রুহুল আমিন রুহুল, নাইমুল করিম জান্নাত, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল ও উপজেলা শ্রমিক দল সভাপতি সৌমিক হাসান সোহাগ, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, যুবদল নেতা শামীম আহমেদ, তোফায়েল আহমেদ রানা, আসাদুজ্জামান খোকন, ছাত্রদল নেতা শরিফ হাসান, রাফি উল্লাহ চৌধুরী রাফি প্রমূখ।
কেকে/বি