বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      
দেশজুড়ে
কারও রক্তচক্ষুকে আমরা ভয় করি না : শামীম
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:৫৫ পিএম
বক্তব্য রাখছেন সরকার মাহবুব আহমেদ শামীম

বক্তব্য রাখছেন সরকার মাহবুব আহমেদ শামীম

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-সভাপতি ও চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, ‘২০১৮ সালের পরে মতলবে যখন কোনো আন্দোলন সংগ্রাম হয়নি, তখন তারেক রহমান ও খালেদা জিয়ার ডাকে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি। আমরা কারও রক্তচক্ষুকে ভয় করি না। আমরা ফ্যাসিস্টকে ভয় পাইনি। বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে রুখে দাঁড়িয়েছি। ঐ সময় অন্যরা পালিয়েছে। আমি এবং আমার নেতাকর্মীরা দুঃসময়ে মাঠে ছিলাম।’

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে রহমানিয়া মাদ্রাসা মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শামীম আরও বলেন, ‘আমি দলের হাইকমান্ড ও তারেক রহমানকে অনুরোধ করব- আপনি যেই তিনটা ক্রাইটেরিয়া দিয়েছিলেনতার সবগুলো আমি পূরণ করেছি। ইনশাআল্লাহ। চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে চাঁদপুর-২ আসন নিয়ে সুদৃষ্টি দিবেন। এমন একজন কান্ডারীকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করছি- যিনি ১৭ বছর আন্দোলন-সংগ্রামে ছিল, সততার পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এলাকায় জনপ্রিয় ও তরুণ- এই তিনটি ক্রাইটেরিয়া পূরণ করেছে।

‘দলের হাইকমান্ডকে ভুল তথ্য দিয়েছেন- তাদেরকে বলব, সঠিক তথ্য দিন। যারা মামলা হামলার শিকার হয়েছে, যারা রাজপথে রক্ত-ঘাম ঝরিয়েছেন, যারা কারাগারে কাব্য রচনা করেছেন- সেই ত্যাগীদের কথা  দলের হাইকমান্ডকে জানান। মতলবের মানুষ ধানের শীষের কান্ডারী হিসেবে একজন ত্যাগী ও যোগ্য নেতা চায়। যিনি মতলবকে প্রতিনিধিত্ব করতে পারবে। আর আমি রাজপথে ছিলাম, আছি ও থাকবো। মানুষের কল্যাণে কাজ করে যাব।’

তিনি বলেন, ‘ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। চাঁদপুর-২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দল যাকে দিবে আমি এবং আমার নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবো। আমি দলের হাইকমান্ডের রুল মেনেই চলি। চূড়ান্ত মনোনয়নের পূর্বে হাইকমান্ডকে পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছি যোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনীত করার জন্য।’

আহমেদ শামীম আরও বলেন, ‘মতলব থেকে বেড়ে ওঠা আমার সরাসরি তিনজন কর্মী পাবেল, পারভেজ ও দীন ইসলাম জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। চাঁদপুর ২ আসনের প্রতিটি পাড়া মহল্লায় আমার নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আমরা মতলবে সুস্থ রাজনীতি ধারা চালু করতে চেয়েছি এবং শুরুও করেছি। ৮ টি মেডিকেল ক্যাম্প করেছি- যেখানে হাজার হাজার মানুষ চিকিৎসা নিয়েছে। মাদকমুক্ত করতে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রম করেছি। মাদক চাঁদাবাজ থেকে দূরে রেখেছি। মাদক-চাঁদাবাজদের সাথে যুক্ত তাদেরকে প্রত্যাখ্যান করেছি। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।’

চাঁদপুর জেলা বিএনপি সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য মো. মেজবাহ উদ্দিন মেজু, মতলব পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনির হোসেন ফরাজী, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাহাদাত হোসেন অভি, মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইদ্রিস সরকার মুন্না। 

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  রক্তচক্ষু   ভয়   সরকার মাহবুব আহমেদ শামীম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় ঝালকাঠির নতুন জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান
ফরিদপুরে পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তিন ভাইয়ের মিশ্র বাগা‌নে কমলার বাম্পার ফলন

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close