আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে পথচারী, দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।
গণসংযোগ শুরুর সঙ্গে সঙ্গে বিভিন্ন বাজারে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। নাসের রহমান সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন ও এলাকার উন্নয়নচিত্র তুলে ধরেন।
তিনি বলেন, ‘মৌলভীবাজার দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা সব সেক্টরেই দৃশ্যমান পরিবর্তন আনা হবে।’
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নাসের রহমান বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীককে বিজয়ী করা মানে উন্নয়নকে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া।’
গণসংযোগ ঘিরে বিভিন্ন বাজারে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই থেমে তার সঙ্গে কথা বলেন, উন্নয়নবঞ্চনার কথা শোনান।
নাসের রহমান বলেন, ‘মৌলভীবাজারের কাঙ্ক্ষিত উন্নয়ন বহু দিন থেমে আছে। সুযোগ পেলে সেই উন্নয়ন এগিয়ে নেওয়াই হবে আমার প্রথম কাজ।’
‘মৌলভীবাজারের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চনার শিকার। নির্বাচিত হলে অবকাঠামোসহ সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীককে বিজয়ী করা মানে মৌলভীবাজারের উন্নয়ন ফিরিয়ে আনা।’
গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি বদরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ।
কেকে/এমএ