লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, “আল্লাহর ওপর ভরসা রাখুন। গাছের গোড়া শক্ত রেখে কার্যক্রম চালিয়ে যান। আপনারা যারা পরিশ্রম, মেধা এবং বিভিন্নভাবে সহযোগীতা করে দলকে সুসংগতি করেছেন তারা নিরাশ হলে চলবে না। আমাদের কাজ হলো গাছের চারা লাগানো, তাতে পানি দেওয়া এবং গাছের পরিচর্যা করা। ফল দেওয়ার মালিক আল্লাহ। তাই আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। তার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আমরা যদি আল্লাহর ওপর ভরসা রাখতে না পারি তাহলে এটা হলো আমাদের ঈমানের দুর্বলতা।”
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার মাইজবাগ ইউনিয়নের পিতাম্বরপাড়া হুসাইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা এলডিপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ এবং দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আরও বলেন, “এলডিপিকে সুসংগতি করার পিছনে আওরঙ্গজেব বেলালের শ্রম, মেধা ও আর্থিক ভূমিকা অপরিসীম। বেলালের বিষয়ে আমি বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলেছি। হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহর ওপর ভরসা রেখে আপনারা মাঠ পর্যায়ে কাজ করে যান। ভালো কিছু হতে পারে।”
সমাবেশে এলডিপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রভাষক মনজুরুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি আরও বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান হোসেন, সহ-দপ্তর সম্পাদক উমর ফারুক সুমন, বিমানবন্দর শাখার কেন্দ্রীয় সদস্য ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমান আলী, কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব আলম, ময়মনসিংহ উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক শাহ আলম লিটন, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আল মামুন, গণতান্ত্রিক যুবদল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সোহাগ তালুকদার, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, গণতান্ত্রিক ওলামা দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক এনামুল হক তৌফিক, গণতান্ত্রিক শ্রমিক দল ঈশ্বগরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. শাখাওয়াত হোসেনসহ এলডিপির অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এ সময় দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন গণতান্ত্রিক ওলামা দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।
কেকে/ আরআই