আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী প্রস্তুতি সভা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ইউনিয়নের পোড়াদিয়া বাজারে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও মাঠে থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা জয়নাল মাতুব্বর এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ও যুবদল নেতা রাজু তালুকদার।
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জুয়েল মুন্সি সুমন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দিন হেলাল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরিফ, উপজেলা কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক রসমত মাতুব্বর, মিজানুর রহমান মুক্ত, স্বেচ্ছাসেবক দল নেতা নাসিম মাহমুদ সাব্বু, ইখলাস মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নিরু মিয়া, গিয়াস মিয়া, ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি নজরুল মিয়া, যুবদল নেতা আবু তাহের রানা, খালিদ হোসেন।
সভায় বক্তারা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সব নেতাকর্মীকে মাঠে থাকতে হবে এবং ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম রিংকুকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।’
কেকে/এমএ