নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল হাসানকে যোগদানের পূর্বেই বদলি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলামকে নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রজ্ঞাপনে নতুন ডিসিদের নাম প্রকাশ করা হয়।
এর আগে, শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে নোয়াখালী জেলার ডিসি হিসেবে আহমেদ কামরুল হাসানকে পদায়ন করা হয়। এর আগে, তিনি বাগেরহাটের জেলা প্রশাসক ছিলেন।
অন্যদিকে, নোয়াখালীর বর্তমান জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব হিসেবে প্রদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক কাঠামোর ভারসাম্য বিবেচনায় এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা দ্রুতই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।
কেকে/এমএ