গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। আরও উপস্থিত ছিলেন পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি মো. শাহিন সরকার ও সেক্রেটারি সুরুজ মিয়া প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে স্কুল মাঠে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয় এবং পরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি ফেরদৌস সরকার রুম্মান বলেন, “প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে এখন থেকেই সচেতন হতে হবে। ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রসমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুধু শারীরিক ও মানসিক উৎকর্ষই নয়, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কেকে/ আরআই