সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত চর্চা শিক্ষক ও শরীর চর্চা শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে নাটোরে গানে গানে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক কর্মীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নাটোরের সর্বস্তরের সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহরের কানাইখালী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, ইঙ্গিত থিয়েটার, তা থৈই নৃত্যকলা–সহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, শিশু শিক্ষার্থীদের সুকুমার বৃত্তি ও মনুষ্যত্বের শুভবোধ জাগ্রত রাখতে সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগ বাতিল শিশুর মেধা বিকাশ ও মননে বড় ধরনের প্রভাব ফেলবে। তাই নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান সাংস্কৃতিক কর্মীরা। পরে শিল্পীরা গান পরিবেশন করেন।
কেকে/ আরআই