গাজীপুরের টঙ্গীতে ককটেল সাদৃশ্য একটি বস্তু বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। যদিও এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, কাজ শেষ করে সাহারা মার্কেট এলাকায় চা দোকানে বসে গল্প করছিলেন তিনি। এসময় তিন রাস্তার মোড়ে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আতঙ্কিত হয়ে পরেন এলাকার বাসিন্দারা। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সড়কের উপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল সাদৃশ্য বস্তুটি ছুঁড়ে পালিয়ে যায়, যার ফলে বিস্ফোরণ ঘটে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, “বিস্ফোরিত বস্তুটি ককটেল ছিল না সাধারণ পটকা জাতীয় ছিল এছাড়া কে বা কারা ফাটিয়েছে খতিয়ে দেখা হচ্ছে।”
কেকে/ আরআই