শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সেবন এবং ক্রয়-বিক্রয়ের অপরাধে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় এবং শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পরে স্বীকারোক্তি ও উপস্থিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার সুতিয়ারপাড় এলাকার আয়নাল হকের পুত্র মো. কাইয়ুম (২৭) ও খুজিউড়া এলাকার আশরাফ আলীর পুত্র মমতাজকে (২২) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং ভেদীকুড়া এলাকার আনছার আলীর পুত্র আবু নাইমকে (২৬) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যগণ।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
কেকে/বি