মাগুরা-২ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকালে বাবুখালীর ডুমুরশিয়া ও ঠাকুরের হাট বাজার সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে নেতাকর্মীরা ‘নিতাই রায়ের নমিনেশন মানি না, মানবো না’ স্লোগান দিয়ে তার মনোনয়ন বাতিল এবং নিতাই রায়কে ‘ভুয়া’ আখ্যা দিয়ে তার পরিবর্তে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানায়।
বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ঠাকুরের হাট বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ডুমুরশিয়ায় এসে শেষ হয়।
বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, ‘নিতাই রায় চৌধুরী জনবিচ্ছিন্ন এবং তৃণমূলের নেতাকর্মীদের কাছে অগ্রহণযোগ্য। তাকে মনোনয়ন দেওয়া হলে মাগুরা-২ আসনে বিএনপি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।’
শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন টুকু বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি থেকে আসা নিতাই রায় চৌধুরী বিগত দিনে জাতীয় পার্টি থেকে ৪টি ও বিএনপি থেকে ৩টি নির্বাচনে অংশ নিয়েছেন, কিন্তু একটি বারও জয়লাভ করতে পারেননি। কারণ তার সাথে জনগণ নেই। দলের স্বার্থে সঠিক প্রার্থী কাজী সালিমুল হক কামালকে বেছে নেওয়াই এখন সময়ের দাবি।’
মহম্মদপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু বলেন, ‘নিতাই রায় চৌধুরী একজন জনবিচ্ছিন্ন নেতা। তাকে এবারও মনোনয়ন দিলে আসনটি হাতছাড়া হবে। তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার ব্যক্তিগত তদন্ত টিম দিয়ে নিতাই রায়ের জনপ্রিয়তা যাচাইয়ের দাবি জানায়।’
বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন টুকু। এবং অন্যান্যদের মধ্যে মহম্মদপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব মো. আকতারুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস আলী সরদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. মাহামুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী হিরো, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, বাবুখালী ইউনিয়ন বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. তৈয়েবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. টিপুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ শেষে আয়োজকরা ঘোষণা দেন, নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল না হওয়া পর্যন্ত মাগুরা-২ আসনে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত রোববার (১০ নভেম্বর) মাগুরা-২ আসনের নিতাই রায়ের মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মাগুরা-২ আসনের মোট ১৭১টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫০১ জন স্বাক্ষর করে একটি অভিযোগ পত্র জমা দেন।
কেকে/বি