ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে থানায় পুলিশের কাজে বাঁধা দেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুকে শোকজ করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শোকজ চিঠিতে উল্লেখ রয়েছে, যুবদলের সভাপতির মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও রাষ্ট্রীয় আইনশৃংখলা বাহিনীর কর্তব্য কাজে বাঁধা প্রদানের মাধ্যমে সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা আগামী ৩ দিনের মধ্যে জবাব চেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
বুধবার (১২ নভেম্বর) পুলিশি অভিযানে আওমী লীগের ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মিঠুসহ তার লোকজন রাণীশংকৈল থানায় আটককৃতদের মধ্যে তার আত্নীয় দুইজনকে ছেড়ে দেওয়ার সুপারিশ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক তার সুপারিশ প্রত্যাখান করেন।
এ সময় মিঠুসহ তার লোকজন ওসির উপর চড়াও হয়ে তাকে হুমকি দিয়ে বলেন, ‘বেটা তুই বাংলাদেশের যে প্রান্তে যাবি তোকে দেখে নেবো।’
এরশাদুল হক সাংবাদিকদের বলেন, ‘আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের দলীয় মামলায় আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাদের আটক করার কারণে আমাকে যুবদল নেতা মিঠু হুমকি দেয় এবং অপমানজনক কথাবার্তা ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
কেকে/এমএ