বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      
দেশজুড়ে
লকডাউনের নামে নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির মোটরসাইকেল মহড়া
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সারাদেশে লকডাউনের নামে রাজনৈতিক দমন-পীড়ন ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদার নির্দেশে মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর এলাকার প্রধান প্রধান সড়কে ৫ শতাধিক মোটরসাইকেলে এ মহড়া বের করা হয়। 

মহড়ায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মহড়াটি শুরু হয় উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দি থেকে। এরপর বাগানবাড়ি, সাদুল্ল্যাপুর, বেলতলী, পাঠানবাজার, ছেংগারচর বাজার, ফরাজীকান্দী, সুজাতপুর,নতুন বাজার, গজরা, এখলাছপুর ও কালিপুরসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব দক্ষিণে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, পৌর যুবদল নেতা আরিফ লস্কর, ছাত্রনেতা আরিফুল ইসলাম বাবু, তানজিল প্রধান, সোহেল রানা মুন্না, নুরে আলম নিঝুম, রোবেল, তানভীর।

মহড়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ‘লকডাউনের নামে সরকার গণমানুষের কণ্ঠরোধ করছে। জনগণের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। তাই, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদে নেমেছি।’

গোলাম সারোয়ার মজুমদার বলেন, ‘তানভীর হুদার নেতৃত্বে মতলব উত্তর আজ ঐক্যবদ্ধ। শান্তিপূর্ণ এই মহড়া সরকারের অন্যায়ের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের প্রতিচ্ছবি। আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে মাঠে আছি, থাকব।’

ইয়াছিন মোল্লা বলেন, ‘তানভীর হুদার নির্দেশে আমরা রাজপথে নেমেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

তাজুল ইসলাম বলেন, ‘দেশে রাজনৈতিক অস্থিরতা নয়, স্থিতিশীলতা চাই। জনগণ এখন গণতান্ত্রিক অধিকারের জন্য সোচ্চার। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সেই দাবি জানাচ্ছি।’

আবু তাহের সুমন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। ভয়-ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবে না। জনগণের পাশে থেকে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাব।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  লকডাউন   নৈরাজ্য   মতলব উত্তর   বিএনপি   মোটরসাইকেল মহড়া  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় ঝালকাঠির নতুন জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান
ফরিদপুরে পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তিন ভাইয়ের মিশ্র বাগা‌নে কমলার বাম্পার ফলন

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close