ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের অরাজকতা প্রতিহত করতে উপজেলার ১৩টি ইউনিয়ন সহ পৌর এলাকা ও ঢাকামুখী আঞ্চলিক সড়ক এলাকায় অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ছালে মুছার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়।
এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক হারুন আকাশ, সাংগঠনিক সম্পাদক শুকড়ি সেলিম, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সল বিন ইউসুফ সামি, ছাত্রবিষয়ক সহ-সম্পাদক আবু কালাম, মহিলা দলের বিউটি আক্তার প্রমুখ।
এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সদর উপজেলার আঞ্চলিক সড়কখ্যাত মাতু বাড়ির মোড়ে (জিরো পয়েন্ট) ভিপি মজিবের নেতৃত্বে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। দলের সিনিয়র নেতাদের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতাকর্মী সেখানে পাহারা দেন।
এছাড়া ১১টার দিকে উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম সরকার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহবায়ক জাহিদুর রহমান ফাহাদ ও জাসাস নেতা আবদুস সালাম।
মিছিলে লাঠি হাতে অংশ নেওয়া নেতারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা কথিত লকডাউন কর্মসূচির মাধ্যমে দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। তাদের প্রতিহত করতে আমরা এই অবস্থান নিয়েছি। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।”
কেকে/ আরআই