গাইবান্ধার সুন্দরগঞ্জে নাশকতার অভিযোগে মোহাম্মদ মোফাজ্জল হোসেন দোলন এবং হরিপুর ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামের মো. বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মোফাজ্জল হোসেন দোলন সীচা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরদিকে বাদশা মিয়া হরিপুর ইউনিয়নের কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দু’জনকেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, “স্থানীয় ও সাধারণ মানুষকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান সময়োপযোগী এবং প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে গ্রহণ করা হয়েছে।” পুলিশের অভিযান এলাকায় নাশকতা রোধে অব্যাহত থাকবে।
কেকে/ আরআই