গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) জুলাই ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হুমকি দিয়ে আন্দোলনের বিপক্ষে বিক্ষোভ মিছিল করা ছয় কর্মকর্তাকে দীর্ঘদিন ছুটি ছাড়া অনুপস্থিত থাকার কারণে স্থায়ী ও সাময়িকভাবে বরখাস্ত করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও সহকারী রেজিস্ট্রার নূরুন্নাহার স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কর্মকর্তারা দীর্ঘদিন অফিসে যোগদান করেননি। কিছু কর্মকর্তা বিদেশে অননুমোদিতভাবে অবস্থান করছেন। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলা ও বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে।
শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮-এর ধারা অনুযায়ী এবং শৃঙ্খলা বোর্ডের সুপারিশ ও রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের মধ্যে তিনজনকে স্থায়ীভাবে এবং তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বরখাস্ত আদেশ বলবৎ থাকবে।
স্থায়ী বরখাস্তকৃতদের মধ্যে রয়েছে- সহকারী রেজিস্ট্রার (রেজিস্ট্রারের দপ্তর, কেন্দ্রীয় ভান্ডার) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস। এছাড়া সাময়িক বরখাস্তকৃতদের মধ্যে রয়েছে- উপ-রেজিস্ট্রার নজরুল ইসলাম, উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলাম ও উপ-পরিচালক তুহিন মাহমুদ।
কেকে/ আরআই