কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছে ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িচর এলাকায় অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে পাঠদান বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
শিক্ষার্থীরা জানান, বুধবার (১২ নভেম্বর) ক্লাস চলাকালে বিদ্যালয়ের পিয়ন এসে জানায় পর দিন বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকবে, কেউ আসলে নিজ দায়িত্বে আসবে। এ জন্য অধিকাংশ শিক্ষার্থী স্কুলে আসেনি।
বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, ‘জেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষককে ফোনে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি না নিতে। তাই শিক্ষার্থীদের মৌখিকভাবে নিজ দায়িত্বে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম টুটুল বলেন, ‘জেলা শিক্ষা অফিস থেকে আমাকে ফোন দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে- দেশের পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি এড়াতে। তাই স্কুল খোলা থাকলেও শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আসার কথা জানানো হয়েছে। পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার স্কুল নেবে না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও এএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনম হাসান বলেন, ‘আমরা এ ধরনের কোন নির্দেশনা পাইনি। আমাদের প্রতিষ্ঠান আগের ন্যায় পাঠদানসহ সব কার্যক্রম চলছে।’
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কেকে/ এমএ