আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নেওয়া কড়া নিরাপত্তার মধ্যেও শিল্পনগরী টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মশিউর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মশিউর রহমান নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রনচন্ড্রি এলাকার মবিন চৌকিদারের ছেলে। তিনি পাগার হাজী মার্কেট এলাকায় জনৈক বিপুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় স্যাম্পলম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মশিউর। পথে স্টেশন রোড এলাকায় বিআরটি উড়ালসড়কের ঢালে পৌঁছালে ছিনতাইকারীদের হামলার শিকার হন তিনি। এসময় ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এর আগে বুধবার রাত নয়টার দিকে একই এলাকায়—বিআরটি উড়ালসড়কের টঙ্গী বাজার অংশে—ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোবাশ্বের হাসান নামে আরও এক যুবক আহত হন। এসময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত মোবাশ্বের সিলেট যাওয়ার উদ্দেশ্যে টঙ্গী আসছিলেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, “ছিনতাইকারীর হামলায় যুবকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”
কেকে/ আরআই