রাজবাড়ীর কালুখালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন হরিণবাড়িয়া গ্রামের মো. কামরুল ইসলাম (২৫) ও মো. সাজেদুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) রাত ৩টা থেকে ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর আহাদুজ্জামান শুভর নেতৃত্বে যৌথ বাহিনী হরিণবাড়িয়া এলাকায় অভিযান চালায়। প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযানে কামরুল ও সাজেদুলকে আটক করা হয়।
অভিযানে তাদের হেফাজত থেকে একটি ফাইভগান বন্দুক, সাতটি ব্ল্যাংক কার্টিজ, একটি চায়নিজ কুড়াল, একটি ফায়ারিং পিন ও সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকসহ কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
কেকে/এমএ