আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ঢাকার প্রবেশপথ আমিনবাজারে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে শুরু হয় তল্লাশির কার্যক্রম। পুলিশের সদস্যরা ঢাকামুখী বিভিন্ন গণপরিবহণ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ-মালপত্র তল্লাশি করছেন।
এসময় যাত্রীদের গন্তব্য ও যাত্রার কারণ সম্পর্কে জানতে চাইছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। তবে আগের দিনের মতো আজ যাত্রীদের মুঠোফোন বা গ্যালারি তল্লাশির ঘটনা দেখা যায়নি।
চেকপোস্টে দায়িত্ব পালন করা আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আলম বলেন, আমাদের চেকপোস্ট কার্যক্রম নিয়মিত চলছে। কেউ যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি বা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।
তিনি আরো জানান, এখন পর্যন্ত কাউকে সন্দেহজনক হিসেবে আটক বা গ্রেফতার করা হয়নি।
এদিকে সকালে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে, যদিও দূরপাল্লার বাসের সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা গেছে।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত কয়েকদিন ধরেই বিভিন্ন পয়েন্টে আমাদের চেকপোস্ট পরিচালনা চলছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।
সার্বিকভাবে আমিনবাজারসহ সাভার অঞ্চলে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কেকে/এআর