শ্রীপুরে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি নিয়ে ধারাবাহিকভাবে গ্রাম্য বৈঠক করে যাচ্ছেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।
বুধবার (১২ নভেম্বর) বিকালে শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের নারায়নপুর গ্রামে অনুষ্ঠিত এক গ্রাম্য বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের ঢল নামে। ইউনিয়ন বিএনপি সভাপতি সামসুদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফাকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। এ উদ্যোগ জনসম্পৃক্ততামূলক একটি কর্মসূচি। তৃণমূল যেখানে যেখানে ৩১ দফা প্রচার করছে, সেখানেই গণজোয়ার সৃষ্টি হচ্ছে।’
আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আগামীর উন্নত ও মানবিক শ্রীপুর গড়তে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
গ্রাম্য বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুল মোতালেব, সাবেক ইউপি চেয়ারম্যান নুরে আব্দুল হাই প্রমুখ।
কেকে/বি