টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পথে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে মাদারীপুরে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)।
কর্মশালায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা সুশাসন প্রতিষ্ঠা ও এসডিজি অর্জনের চ্যালেঞ্জ, সমস্যা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য। তারা স্থানীয় পর্যায়ে সুশাসন শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এদিকে, কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য এবং এসডিজি সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন মো. আতিকুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক আফসানা বিলকিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আইরিন তম্বি।
কেকে/ আরআই