বিশ্বমানের উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে চালু করা হয়েছে আধুনিক ডিজিটাল ভেন্ডিং মেশিন।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কেন্দ্রে উপাচার্য প্রফেসর ড. জি. কে. এম. মুস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে এ মেশিনের উদ্বোধন করেন।
উপাচার্য তার বক্তব্যে বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে বৈশ্বিক র্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধা নিশ্চিত করা এখন আমাদের অগ্রাধিকার। এই ভেন্ডিং মেশিন সেই দৃষ্টিভঙ্গিরই অংশ—একটি সম্পূর্ণ স্মার্ট ক্যাম্পাস গঠনের পথে আরেকটি পদক্ষেপ।”
তিনি আরও জানান, আগামী ১২ ও ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে আটটি দেশের খ্যাতনামা বিজ্ঞানী ও গবেষকরা অংশ নেবেন। পাশাপাশি পাঁচটি দেশের পিএইচডি শিক্ষার্থীরা শিগগিরই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নে যোগ দেবেন—যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি ক্ষেত্রে আন্তর্জাতিক অগ্রগতির প্রমাণ বহন করে।
ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে উপাচার্য জানান, সকল আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য ভেন্ডিং মেশিন, ওয়াশিং মেশিন, ডে-কেয়ার সেন্টার ও নারী শিক্ষার্থীদের জন্য বিউটি পার্লার স্থাপন করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. মইনুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম আফরাদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা, প্রোক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
এই অগ্রগামী উদ্যোগটি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্মার্ট সেবা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের কল্যাণে অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
কেকে/ আরআই