সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে এক প্রতারকচক্র বিপুল অর্থ হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের ত্রিপুর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মৌসুমী বেগম নিজেকে ‘শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কর্মকর্তা’ পরিচয় দিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডে ‘অফিস সহকারী’ পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। তার কথায় বিশ্বাস করে রামদেব গ্রামের স্বাধীন মিয়া নামের এক যুবক পরিবারের সঞ্চিত অর্থসহ মোট ৭ লাখ ২০ হাজার টাকা ওই মৌসুমী বেগমের হাতে ও তার দেওয়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা দেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় সন্দেহ তৈরি হয়। পরে প্রতারক মৌসুমী বেগম ও তার স্বামী সোহেল মিয়া মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী স্বাধীন মিয়া বলেন, ‘চাকরির আশায় যা ছিল সব দিয়েছি, এখন আমরা নিঃস্ব। প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
স্থানীয় সচেতন মহল জানান, বেকারত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি প্রতারণা করছে। দ্রুত এসব প্রতারককে আইনের আওতায় না আনলে আরও অনেকে ক্ষতিগ্রস্ত হবে।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ‘এভাবে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।’
কেকে/ আরআই