দিনাজপুরের বীরগঞ্জের আমতলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিবাদমান জমির আমন ধান কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে সমবায় অফিসের কর্মচারী হুরমুছ আলীর ছেলে জয়নাল আবেদীন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মরদেহ উদ্ধার ও সুরাহাল রেকর্ড করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
স্থানীয়রা জানান, শতগ্রাম ইউনিয়নের জামতলী এলাকায় ওয়ারিশান জমি নিয়ে হরমুজ আলীর সঙ্গে মৃত ভাই হবিবরের ছেলে সায়েদ আলী, সাহার আলী, শাহাদাতসহ অন্যান্য অংশশীলদের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে।
এদিকে, নিহতের বাবা হুরমুজ আলী বীরগঞ্জ থানায় সায়েদ আলীসহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজাহারনামীয় শাহাদাতকে পুলিশ গ্রেফতার করেছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।”
কেকে/ আরআই