বোমায় টার্গেট হচ্ছে স্কুল ও নামি-দামি প্রতিষ্ঠান
মোহাম্মদপুরে এক সপ্তাহে তিন স্থানে বিস্ফোরণ
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২:০২ পিএম

ছবি: প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুরে এক সপ্তাহের ব্যবধানে দুটি স্কুল ও একটি শস্য প্রবর্তনার প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রিপারেটরি স্কুল, সেন্ট জোসেফ স্কুল ও প্রবর্তনায় বোমা নিক্ষেপ করা হয় এক সপ্তাহে ৩ স্থানে।
সর্বশেষ ঘটনা ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে। মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত প্রিপারেটরি স্কুলের দ্বিতীয় গেটে দুর্বৃত্তরা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
প্রিপারেটরি স্কুলের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন বলেন, “রাত ১২টার দিকে মোটরসাইকেলযোগে আসা চারজন ব্যক্তি পরপর দুটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাই। পুলিশ এসে আইনি সহায়তা দিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”
এর আগে ৮ নভেম্বর শুক্রবার গভীর রাতে মোহাম্মদপুরের সেন্ট যোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুলের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তারা জানান, রাত আড়াইটার দিকে বিদ্যুৎ না থাকায় সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয়ের তৃতীয় ফটকের বাইরে থেকে একটি ককটেল ভেতরে নিক্ষেপ করে। বিস্ফোরণে কেউ আহত না হলেও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
একই সপ্তাহে মোহাম্মদপুরের শস্য প্রবর্তনার ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর তিনটি স্থানে বোমা ও ককটেল হামলার ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আমরা স্কুলগুলোর নিরাপত্তা জোরদার করেছি। সেন্ট যোসেফ স্কুলের ঘটনায় জিডি হয়েছে, তদন্ত চলছে। এরই মধ্যে একাধিক নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
নাশকতা ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজনদের ব্যাপারে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
কেকে/এআর