শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলা পরিচালনা করায় এক আইনজীবীকে প্রাণনাশের হুমকি ও বাড়িতে গিয়ে হামলা চেষ্টার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরশহরের কালিনগর এলাকার শেখ ফরিদের পুত্র বাবু মিয়া (২৪) ও মৃত. আছিম উদ্দিনের পুত্র মাতাব মিয়া (৪৬)।
পুলিশ জানায়, অ্যাডভোকেট মো. আশরাফুল আলম শেরপুর জেলা জজ আদালতের আইনজীবী। তিনি নালিতাবাড়ী থানার কালিনগর গ্রামের একটি হত্যা মামলায় বাদীপক্ষের কৌশলী হিসেবে কাজ করছেন।
মামলার কয়েকজন আসামি জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন ধরে তাকে মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিয়ে আসছিল।
এডভোকেট আশরাফুল আলম মামলাটি ছেড়ে না দেওয়ায় রোববার বিকালে আনুমানিক সাড়ে ৩টায় রফিকুল ইসলাম, নবাব আলী, বাবু মিয়া, সাদ্দাম মিয়া ও মাতাব মিয়াসহ কয়েকজন ধারালো রাম দা, লোহার রড ও কিরিচ নিয়ে আশরাফুল আলমের বাড়িতে হামলার চেষ্টা চালায়। তারা আইনজীবীকে বাড়িতে না পেয়ে টিনের বেড়া ভাঙচুর করে। এ সময় আইনজীবীর স্ত্রী বাধা দিলে আসামিরা তাকে ধাওয়া করে। তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে আত্মরক্ষা করেন।
আশরাফুল আলম ঘটনাটি পুলিশকে জানালে নালিতাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে আসামিরা পালানোর সময় কয়েকটি দেশীয় অস্ত্র ফেলে যায়, যা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আইনজীবীর মা রাহিলা খাতুন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানায়, ‘ঘটনার সঙ্গে জড়িত ২জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
কেকে/বি