ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে মাদারীপুর শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২টি নোহা গাড়িতে অভিযান চালিয়ে ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ করা হয়।
মাদারীপুর শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাঁচ্চর গোল চত্তরে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা একটি ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধায় এ অভিযান চালিয়ে ২টি ট্রাক ও ১৫টি মোটরসাইকেল হতে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন এবং ২টি নোহা গাড়িতে অভিযান চালিয়ে ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ করেন।
অভিযানের সময় সড়ক ও জনপথে শৃঙ্খলা রক্ষা, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করেই যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে, সেজন্যই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আইনের সীমা লঙ্ঘনের কারনে একটি নোহা গাড়ি হতে ২টি শুর্টগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করে শিবচর থানায় পাঠানো হয়েছে ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে জব্দকৃত ২টি শটগান ও ২০ রাউন্ড গুলি থানায় পাঠানো হয়। আমরা এর লাইসেন্স যাচাই বাছাই করার পরে আইনের ব্যবস্থা গ্রহণ করব। তবে নিয়ম লঙ্ঘন করার কারনে শটগান ২টি ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়, যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযান শেষে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তাও পৌঁছানো হয়।
কেকে/বি