চারঘাটে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:৩৯ পিএম

ছবি: প্রতিনিধি
রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চক মুক্তারপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ৭২/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চক মুক্তারপুর স্থানে টহল দিচ্ছিল বিজিবির দলটি। এ সময় মালিকবিহীন একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বস্তাটি তল্লাশি করে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ফেনসিডিলগুলো মঙ্গলবার (১১ নভেম্বর) চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কেকে/এমএ