মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত ডাকাত সর্দার বাবলা ও শুটার মান্নান হত্যা মামলার দুই আসামিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
তারা হলেন—ডাকাত সর্দার বাবলা হত্যা মামলার প্রধান আসামি জসিম মেম্বার ও শুটার মান্নান হত্যা মামলার এজহার নামীয় আসামি নীলাঞ্জনা জেমি।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের কোর্ট পরিদর্শক মো. কামরুল ইসলাম মিয়া বলেন, ‘আসামিদের জামিন বাতিল হওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
খবর নিয়ে জানা যায়, এ দুজন আসামি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তারা মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবরটি আমরা পেয়েছি। আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।’
এদিকে শুটার মান্নান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী সাজেদুল হক লালুর স্ত্রী জেমির জামিন বাতিল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শুটার মান্নান হত্যা মামলার বাদী ও নিহতের স্ত্রী সুমি আক্তার। তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িত বাকি আসামিদেরও আমি কারাগারে দেখতে চাই।’
কেকে/এজে