গাজীপুরের শ্রীপুর উপজেলার কাপাসিয়া আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় আফছার উদ্দিন (৬০) নামের প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে।
আফছার উদ্দিন উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পটকা পশ্চিমপাড়া গ্রামের মো. জয়দালীর ছেলে।
প্রতিদিনের মতো তিনি সকালে ইলেকট্রিক হুইলচেয়ারে করে বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত, ঘরে আর ফেরা হলো না তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রীপুর চৌরাস্তা দিক থেকে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে গোসিংগার দিকে যাচ্ছিল। এ সময় গোসিঙ্গার দিক থেকে আসা আফছার উদ্দিনের ইলেকট্রিক হুইলচেয়ারটি হঠাৎ রাস্তায় উল্টে যায়। এতে রাস্তায় পড়ে থাকা অবস্থায় দ্রুতগামী কাভার্ডভ্যানটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কেকে/এমএ