কুড়িগ্রামের রৌমারীতে অবৈধভাবে জন্মনিবন্ধন করার অভিযোগে চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এইচ এম সাইদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২৭ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. নূরে আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রৌমারী উপজেলাধীন চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এইচ এম সাইদুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে জন্মনিবন্ধন সৃজনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান এ কে এইচ এম সাইদুর রহমানের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। তার এই অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) (খ) ও (ঘ) ধারা অনুযায়ী তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমাদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
জানা গেছে, চেয়ারম্যান এ কে এইচ এম সাইদুর রহমান অবৈধভাবে প্রায় ৪৫০টি জন্মনিবন্ধন সনদ তৈরি ও বিতরণ করেছেন। এসব সনদধারীদের শনাক্ত করতে পারেননি স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ কিংবা এলাকার বাসিন্দারা।
এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, “প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার জন্য ইউপি সচিবকে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়েছে।”
কেকে/ আরআই