রাজধানীর ধানমণ্ডি ও মোহাম্মদপুর এলাকায় পরপর ৪-৫ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তবে, এতে কেউ আহত হয়নি, যদিও এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ছয়টা ৪৮ মিনিটের দিকে ধানমণ্ডির মাইডাস বিল্ডিংয়ের ফটকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা। মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে ককটেল নিক্ষেপের পর দ্রুত ধানমন্ডি ২৭ নম্বর হয়ে মিরপুর রোডের দিকে পালিয়ে যায়।
বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, ভবনটির কোনো ক্ষতি হয়নি।
মাইডাস বিল্ডিংয়ের নিরাপত্তা প্রহরী দিলীপ বলেন, “সকাল ছয়টা ৪৮ মিনিটে দুই মোটরসাইকেলআরোহী এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অল্প দূরেই পুলিশের গাড়ি ছিল, কিন্তু তারা তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি।”
মাইডাস সেন্টারটি পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেন্টারটি সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ পাহারায় ছিলো।
কর্তৃপক্ষ জানিয়েছে, তেমন কোনো সমস্যা নেই। এটি একটি আর্থিক প্রতিষ্ঠান। তাই, সব ধরনের সহায়তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্যদিকে, সকাল সাতটা ১০ মিনিটে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ‘প্রবর্তনা’ প্রতিষ্ঠানেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে দুই আরোহী এসে প্রতিষ্ঠানটির ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে। দুটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও একই প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
পুলিশ ঘটনার তদন্ত ও সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।
কেকে/ এমএ