গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “যে তরুণেরা বুলেটের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, এই পরিবর্তন এনেছে, তারাই নতুন বাংলাদেশ গড়বে, ইনশাল্লাহ।”
রোববার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরশহরের বাহিরগোলা মসজিদ মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “আওয়ামী লীগ একসময় ছিল একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। কিন্তু গত ১৬ বছরে ভিন্নমত দমনে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের ওপর যে অত্যাচার, নিপীড়ন আর নির্যাতন চালিয়েছে, খুঁজে মামলা দেওয়া, হামলা করা, এলাকা ছাড়া করা—এসব কর্মকাণ্ডই তাদের রাজনীতি শেষ করে দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার বিরুদ্ধেও নতুন প্রজন্ম সোচ্চার হয়েছে।”
ডাকসুর সাবেক ভিপি নুর আরও বলেন, “আপনাদের কারও সন্তান, কারও ভাই-এই তরুণেরা গণঅভ্যুত্থানের মাধ্যমে এমন এক কাজ করেছে, যা গত ৫০ বছরে হয়নি। এই দেশে দীর্ঘদিন ধরে বিভাজন, হিংসা, বিদ্বেষ আর হানাহানির রাজনীতি চলেছে। সাধারণ মানুষ রক্ত দিয়েছে নেতাদের জন্য, প্রাণ দিয়েছে; অথচ নেতারা নিজেদের মতো ঠিকই থেকেছে।”
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাবে, তা নির্ধারণ করবে এই নতুন প্রজন্ম এবং সাহসী তরুণেরা। তাই তরুণদের পাশে থাকা এখন সময়ের দাবি।”
নুর আরও বলেন, “যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, যারা জনগণের সাথে তামাশা করে—তারা রাজনীতি থেকে উধাও হয়ে যায়। আমরা তরুণ প্রজন্ম জনগণের সঙ্গেই থাকতে চাই, জনগণের চিন্তাভাবনা নিয়েই আগামীর রাজনীতি গড়ে তুলতে চাই।”
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া আসনে হানিফ খান সজিব, সুন্দরগঞ্জ আসনে মাসুদ রানা মোন্নাফ এবং সাদুল্লাপুর-পলাশবাড়ি আসনে মো. সুরুজ্জামান সরকারকে পরিচয় করিয়ে দিয়ে তাদের পাশে থাকার আহ্বান জানান।
এসময় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব, জেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আহ্বায়ক রুমন বসুনিয়া প্রমুখ।
কেকে/ আরআই